কুমিল্লা নিউজ।।
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের মা এর মৃত্যুতে ফটো সাংবাদিকগণ শোকাহত।
মরহুমার আত্মার মাগফেরাত কামনায় শনিবার ৭ আগষ্ট বিকেল ৫টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা আবু হানিফ।
মিলাদ শুরুর আগে এক সংক্ষিপ্ত শোক সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস। শোক সভায় বক্তব্য রাখেন কুমিল্লা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সহ সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, অর্থ সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সদস্য আনোয়ার হোসাইন, সুমন কবীর ভুইয়া,ও রফিকুল ইসলাম।
ফটো সাংবাদিক ফোরামের সদস্য ওমর শারিদ বিধান ও রাকিবুল ইসলাম রানাসহ অনুষ্ঠানে সকল সাংবাদিক ও ফটো সাংবাদিকগণকে উপস্থিত ছিলেন।