হোমনায় জাতীয় শোক দিবস পালিত

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা -২( হোমনা তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোমনা সার্কেল, হোমনা পৌরসভা, হোমনা থানা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, যুবলীগ কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে বৃক্ষরোপন কর্মসূচী ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, যুব্ঋণ বিতরণ করা হয়।

ইউএনও রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, মেয়র এ্যাড. নজরুল ইসলাম, এসিল্যান্ড মো. মিজানুর রহমান, ওসি আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মাহবুবুর রহমান খন্দকার, সাংবাদিক আব্দুল হক সরকার,মোর্শেদুল ইসলাম শাজু, কামাল হোসেন প্রমূখ।

পরে কবিতা আবৃতি, ৭ মার্চের ভাষন,চিত্রাংকন,১৩ জন যুব আত্মকর্মীর মাঝে ৫ লাখ ৮০ হাজার টাকা যুবঋণ বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page