০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ওজনে বিক্রি হচ্ছে তরমুজ, দাউদকান্দিতে লাভবান ব্যবসায়ীরা- ঠকছে ক্রেতারা

  • তারিখ : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • 127

রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওজনে তরমুজ বিক্রি শুরু হয়েছে৷ এতে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকছে সাধারন ক্রেতারা ৷ প্রচন্ড গরম এবং মৌসুম শেষ হওয়ায় এর দাম বেড়েছে অনেক ৷

তবে ওজন ব্যতীত তরমুজ বিক্রি করলে লোকসান গুনতে হবে বলে ব্যবসায়ীরা জানান৷ স্থানীয় ফল ব্যবসায়ীরা জানান,মৌসুম শেষ হওয়ায় অধিকাংশ কৃষকের ক্ষেতের তরমুজ বিক্রি প্রায় শেষের পথে৷ ফলে হঠাৎ করে এর চাহিদা বেড়ে গেছে৷

এদিকে প্রচন্ড গরম এবং রমজান মাস চলমান থাকায় মানুষ ঝুঁকে পড়েছে তরমুজের দিকে৷তবে বাজারে গিয়ে অনেক ক্রেতা হোচট খাচ্ছে তরমুজের দাম শুনে৷ ওজনে তরমুজ বিক্রির আগে ৫ কেজি একটি তরমুজের দাম ছিল ১৫০ থেকে ২০০ টাকা৷ বর্তমানে ওজনে তা ১৩০ থেকে ২০০ কেজি দরে তা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়৷ এদিকে ওজনে তরমুজ বিক্রি করা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাক-বিতন্ডা লেগেই আছে প্রতিনিয়ত৷ এতে ক্রেতা-বিক্রেতারা উভয়ই বিপাকে পড়েছে৷

এ ব্যাপারে তরমুজ ক্রেতা সাইফুল ইসলাম টিটু জানান,রমজান মাস বলে প্রতিদিন ইফতারে জন্য তরমুজ কিনতে হয় ৷ তবে ওজনে এই প্রথম কিনলাম৷শাহজাহান মিয়া নামের এক ক্রেতা জানায়, ১৫/২০ দিন আগে ও যে সাইজের তরমুজ ১৫০থেকে ২৫০ কিনেছি,বর্তমানে ওজনে ৬০০ থেকে ৮০০ টাকায় কিনতে হয়েছে৷ এদিকে বিক্রেতা মুসু মিয়া জানান,ক্ষেতে যেহেতু তরমুজ নাই,আগের চেয়ে বেশী দামে কিনতে হচ্ছে৷ এতে ওজনে বিক্রি না করে আগের মত গোটা হিসেবে বিক্রি করলে আসল টাকা উঠবে না বলে তিনি উল্লেখ করেন৷

এদিকে ওজনে তরমুজ বিক্রি শুরু করায় তরমুজ প্রিয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্ঠি হয়েছে৷ তরমুজ ওজনে কিনতে হওয়ায় ভোক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন অচিরেই ওজনে তরমুজ বিক্রির দাবি জানান৷

error: Content is protected !!

ওজনে বিক্রি হচ্ছে তরমুজ, দাউদকান্দিতে লাভবান ব্যবসায়ীরা- ঠকছে ক্রেতারা

তারিখ : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওজনে তরমুজ বিক্রি শুরু হয়েছে৷ এতে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকছে সাধারন ক্রেতারা ৷ প্রচন্ড গরম এবং মৌসুম শেষ হওয়ায় এর দাম বেড়েছে অনেক ৷

তবে ওজন ব্যতীত তরমুজ বিক্রি করলে লোকসান গুনতে হবে বলে ব্যবসায়ীরা জানান৷ স্থানীয় ফল ব্যবসায়ীরা জানান,মৌসুম শেষ হওয়ায় অধিকাংশ কৃষকের ক্ষেতের তরমুজ বিক্রি প্রায় শেষের পথে৷ ফলে হঠাৎ করে এর চাহিদা বেড়ে গেছে৷

এদিকে প্রচন্ড গরম এবং রমজান মাস চলমান থাকায় মানুষ ঝুঁকে পড়েছে তরমুজের দিকে৷তবে বাজারে গিয়ে অনেক ক্রেতা হোচট খাচ্ছে তরমুজের দাম শুনে৷ ওজনে তরমুজ বিক্রির আগে ৫ কেজি একটি তরমুজের দাম ছিল ১৫০ থেকে ২০০ টাকা৷ বর্তমানে ওজনে তা ১৩০ থেকে ২০০ কেজি দরে তা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়৷ এদিকে ওজনে তরমুজ বিক্রি করা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাক-বিতন্ডা লেগেই আছে প্রতিনিয়ত৷ এতে ক্রেতা-বিক্রেতারা উভয়ই বিপাকে পড়েছে৷

এ ব্যাপারে তরমুজ ক্রেতা সাইফুল ইসলাম টিটু জানান,রমজান মাস বলে প্রতিদিন ইফতারে জন্য তরমুজ কিনতে হয় ৷ তবে ওজনে এই প্রথম কিনলাম৷শাহজাহান মিয়া নামের এক ক্রেতা জানায়, ১৫/২০ দিন আগে ও যে সাইজের তরমুজ ১৫০থেকে ২৫০ কিনেছি,বর্তমানে ওজনে ৬০০ থেকে ৮০০ টাকায় কিনতে হয়েছে৷ এদিকে বিক্রেতা মুসু মিয়া জানান,ক্ষেতে যেহেতু তরমুজ নাই,আগের চেয়ে বেশী দামে কিনতে হচ্ছে৷ এতে ওজনে বিক্রি না করে আগের মত গোটা হিসেবে বিক্রি করলে আসল টাকা উঠবে না বলে তিনি উল্লেখ করেন৷

এদিকে ওজনে তরমুজ বিক্রি শুরু করায় তরমুজ প্রিয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্ঠি হয়েছে৷ তরমুজ ওজনে কিনতে হওয়ায় ভোক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন অচিরেই ওজনে তরমুজ বিক্রির দাবি জানান৷