স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মানবাধিকারকর্মী, সাংবাদিক ও ক্ষুদ্র ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর একের পর এক সন্ত্রাসী হামলা, হুমকি ও ডিজিটাল হয়রানির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ ও যৌথবাহিনী।
সম্প্রতি ইসলামপুর এলাকার বাসিন্দা শুভ্র একদল সন্ত্রাসীর হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। তিনি বর্তমানে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন।
শুভ্র অভিযোগ করে জানান, তিনি ২০১৭ সাল থেকে জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালী থানায় একাধিক জিডি করেন (জিডি নম্বর ১৫৭, তারিখ: ০৩.০৫.২০১৭; ও ১৫৩৮, ২০১৮)। এতে তিনি স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক দলের কয়েকজন নেতা ও ‘স্যার গ্রুপ’ নামের একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপর থেকেই তিনি লাগাতার হুমকি ও হয়রানির শিকার হয়ে আসছেন।
ভুয়া ওয়ারেন্ট ও পুলিশের ছদ্মবেশ
২০২৩ সালের সেপ্টেম্বরে দুই ব্যক্তি নিজেকে আদালতের লোক পরিচয় দিয়ে শুভ্রর বাসায় গিয়ে ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে টাকা দাবি করে। বিষয়টি পুলিশের তদন্তে প্রমাণিত হয় যে, ওয়ারেন্টটি ছিল সম্পূর্ণ ভুয়া ও জাল (তদন্ত প্রতিবেদন: স্মারক ৮৬৯৬, তারিখ ১৪.০৯.২০২৩)। শুভ্র এ বিষয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।
মামলা ও চলমান তদন্ত
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভ্র ২০২৪ সালের ১৯ আগস্ট দ্রুত বিচার আইনে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: দ্রুত সিআর ৩৬/২৪)। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।
২০২৫ সালের ৪ জানুয়ারি আবারও শুভ্রর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি কোতোয়ালী থানায় অভিযোগ দাখিল করেন (এসডিআর নং: ২৬/২৫)।
ডিজিটাল হয়রানি ও চাঁদাবাজি
‘স্যার গ্রুপ’ নামে ওই চক্র শুভ্রের অনলাইন একাউন্ট হ্যাক করার চেষ্টা করে এবং ০১৯৭১০৭৩৫৮৪ ও ০১৭০৪২৭২৯৬১ নম্বর থেকে চাঁদা দাবি করে। এ বিষয়ে ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নতুন করে জিডি করেন তিনি (জিডি নম্বর: ২২২)। তদন্তে সত্যতা মেলায় আদালতের অনুমতি সাপেক্ষে একটি নন-এফআইআর মামলা রুজু হয় (নন-জিআর মামলা নম্বর: ২০/২৫, তারিখ: ০৭.০৪.২০২৫)।
নিরাপত্তাহীনতা ও আবেদন
শুভ্র অভিযোগ করেন, তাকে একাধিকবার গাড়ি ও মোটরসাইকেলে অনুসরণ করা হয়, মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয় এবং সামাজিকভাবে অপপ্রচার চালানো হয়। বর্তমানে তিনি পরিবার নিয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ অবস্থায় তিনি কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
আরো দেখুন:You cannot copy content of this page