কুমিল্লা নগরীর তিনটি কোচিং সেন্টারে ম্যাজিস্ট্রেটের অভিযান; ১৬ হাজার টাকা জরিমানা

নেকবর হোসেন।।
কুমিল্লা সরকারি আইন অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে নগরীর তিনটি কোচিং সেন্টারকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা ও উম্মে মুসলিমা অভিযান পরিচালনা করেন। ৩ টি কোচিং সেন্টারকে চারটি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।তার আগের দিন কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় করোনাকালীন বিধিনিষেধ অমান্য করে জন্মদিনে ডিজে পার্টি করায় সংক্রামক রোগ আইন,২অনুযায়ী ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরীর ছন্দু হোটেল স্বাস্থ্যবিধি অমান্য করে হোটেলে খাবার পরিবেশন করায় একই আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযানে রানীরবাজার রোড এলাকায় মর্ডান কমিউনিটি সেন্টার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনুষ্ঠান আয়োজন করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page