আলমগীর হোসেন।।
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা কাজী মুমিনুল হক এর স্বরণে শোকসভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড কার্যালয়ে কমান্ডার সফিউল আহমেদ বাবুল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর কমান্ডার মুকবুল হোসেন ভূইয়া, জেলা ডেপুটি কমান্ডার বাবু নন্দন চৌধুরী, সহকারী কমান্ডার জাহিদ হাসান, আদর্শ সদর উপজেলা কমান্ডার শাহজান সাজু, ফজলুর রহমান সরকার, একেএম জামাল খান, নজির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা গোলম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া প্রমুখ।
সভায় মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী মুমিনুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
এছাড়াও আগামী যে কোন দিনে বৃহৎ পরিসরে একটি শোকসভা ও দোয়া অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।