০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

কুমিল্লায় মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

  • তারিখ : ১০:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • 31

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দেবীদ্বার থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তিনি পুলিশের কাছে হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দেন।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের বাসিন্দা।

আটক ব্যক্তির নাম নোয়াজ আলী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বরকান্দি গ্রামের মৃত আবদল আলীর ছেলে।

নোয়াজ আলীর বরাতে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই সময়ে তাঁর (নোয়াজ) ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়। তিনি ধারণা করেন, কবিরাজের মাধ্যমে তাবিজ করে তাঁর ছেলেকে মেরেছে নুরুল। পুত্রশোকে তাঁর স্ত্রীও মারা যান।

সেই ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ণ হয়ে গত শনিবার কাজের কথা বলে নুরুলকে কুমিল্লার দেবীদ্বারে ডেকে নিয়ে আসেন নোয়াজ। তারপর গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নুরুলকে পিটিয়ে হত্যা করেন নোয়াজ। হত্যা করে মাটিতে লাশ পুঁতে ফেলেন তিনি।

আজ শুক্রবার সকালে মাটিচাপা স্থানে মানুষের একটি হাত বাইরে বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নুরুলের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার পথে তাঁকে আটক করে স্থানীয়রা।

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। সে হত্যার দায় স্বীকার করেছে।

error: Content is protected !!

কুমিল্লায় মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

তারিখ : ১০:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দেবীদ্বার থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তিনি পুলিশের কাছে হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দেন।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের বাসিন্দা।

আটক ব্যক্তির নাম নোয়াজ আলী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বরকান্দি গ্রামের মৃত আবদল আলীর ছেলে।

নোয়াজ আলীর বরাতে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই সময়ে তাঁর (নোয়াজ) ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়। তিনি ধারণা করেন, কবিরাজের মাধ্যমে তাবিজ করে তাঁর ছেলেকে মেরেছে নুরুল। পুত্রশোকে তাঁর স্ত্রীও মারা যান।

সেই ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ণ হয়ে গত শনিবার কাজের কথা বলে নুরুলকে কুমিল্লার দেবীদ্বারে ডেকে নিয়ে আসেন নোয়াজ। তারপর গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নুরুলকে পিটিয়ে হত্যা করেন নোয়াজ। হত্যা করে মাটিতে লাশ পুঁতে ফেলেন তিনি।

আজ শুক্রবার সকালে মাটিচাপা স্থানে মানুষের একটি হাত বাইরে বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নুরুলের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার পথে তাঁকে আটক করে স্থানীয়রা।

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। সে হত্যার দায় স্বীকার করেছে।