কুমিল্লায় যুবদলের ১২ নেতাকর্মীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের পকেট কমিটি বাতিল করে তৃণমূল ও কারানির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পুনরায় কমিটি গঠনের দাবিতে ১২ নেতাকর্মী পদত্যাগ করেছে।

বুধবার (২৭ নভেম্বর) উপজেলা যুবদল কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা ও পৌরসভা যুবদল।

এ সময় গঠিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ৭ জন ও পৌরসভা যুবদলের ৫ জনসহ ১২ জন নেতাকর্মী আগের কমিটি থেকে পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পদত্যাগী ৩নং যুগ্ম আহ্বায়ক কলিম উল্লাহ চেয়ারম্যান ও যুবদল নেতা এসএম নাছির উদ্দিন।

লিখিত বক্তব্যে তারা বলেন, ত্যাগী ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে এবং গঠনতন্ত্রের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ২০২৩ সালের ২২ মে উপজেলা যুবদলের ৬৫ সদস্যের একটি পকেট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর থেকে তারা আজ পর্যন্ত কোনো ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকায় যুবদলের কোনো অনুষ্ঠান করতে পারেনি। সম্মেলন না করে ঘরে বসে প্যাড সর্বস্ব কিছু ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। তাই এ কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।

এ সময় তারা তদন্ত কমিটি গঠন করে এবং মাঠ পর্যায়ের জনপ্রিয়তা যাচাই করে ত্যাগী কর্মীদের দিয়ে উপজেলা যুবদলের কমিটি দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের পদত্যাগী যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মাহমুদ কিরন, যুবদল নেতা জসিম উদ্দিন চেয়ারম্যান, যুবদল নেতা আশ্রাফুল আলম উজ্জল, যুগ্ম আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর মন্টু, যুবদল নেতা তারিকুল ইসলাম, সদস্য শহীদুল ইসলাম, যুবদল নেতা লোকমান হোসেন, নিজাম উদ্দিন, কাজী কামরুজ্জামান, নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম জুয়েল ও জাকের হোসেন মিয়াজী প্রমুখ।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, বর্তমানে কমিটি দেওয়ার কার্যক্রম বন্ধ রয়েছে। আগের দেওয়া কমিটির বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের জানালে বিষয়টি খতিয়ে দেখব।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page