কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ২ ছাত্রলীগ-যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে র‌্যা-পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ও যুবলীগ নেতা গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে র্যা ব-১১, সিপিসি-২ ও কুমিল্লা জেলা পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সুজানগর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সানাউল্লাহ হোসেন (২৫)কে গ্রেফতার করা হয়। একই রাতে পরিচালিত অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তানবাজার এলাকা হতে যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন আহম্মেদ (৪৮) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সানাউল্লাহ হোসেন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুজানগর গ্রামের মোঃ আমির হোসেন এর ছেলে এবং মোঃ আলাউদ্দিন আহম্মেদ (৪৮) একই থানার কাপ্তানবাজার গ্রামের মোঃ সলিমুল্লাহ এর ছেলে।

এছাড়াও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১ নং আসামী সানাউল্লাহ (২৫) সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এর ভাতিজা ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল হক সিহানুরের সক্রিয় কর্মী এবং ২ নং আসামী আলাউদ্দিন (৪৮) কাপ্তানবাজার ৪ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি।

তারা উভয়েই লিফলেট বিতরণ ও নাশকতা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page