কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু

জহিরুল হক বাবু।।
স্বামী মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম ফেরদৌসি বেগম(৪৫)। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী মোঃ দুলাল মিয়া বলেন, তারা কুমিল্লা শহরতলীর চাঁনপুরে থাকেন। সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে মোটরবাইকে স্ত্রীকে বসিয়ে শহরতলীর চাঁনপুরের বাসার দিকে রওনা করেন।

পথিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক কষেন। এতে স্ত্রী বাইক থেকে পরে যান। পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম নিহত হন।

ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক পালিয়েছে। আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page