বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লা বরুড়ার জয়কামতা গ্রামে ৬ গরু চুরির ঘটনায় আন্তঃজেলা গরু চোর দলের সক্রিয় সদস্য শাহিন ও জামাল সহ ৫ গরুচোর’কে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ গ্রেপ্তার করেছে বরুড়া বরুড়া থানা পুলিশ।
বরুড়া থানার ওসি ফিরোজ আহমেদ জানান -বরুড়া উপজেলার জয়কামতা গ্রামে গত ১মে রাত দেড়টা থেকে ভোর ৫টার মধ্যবর্তী সময়ে আব্দুল মালেক বাদীর বসত বাড়ীর গোয়াল ঘর থেকে গৃহপালিত ৬টি গরু চুরি হয়।
ওই ঘটনায় আব্দুল মালেক বাদী হয়ে বুধবার বরুড়া থানায় মামলা দায়ের করেন ।মামলা নং-১৮।
মামলা রুজুর পরপরই কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম( বার) এর দিক নির্দেশনায় বরুড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর দলের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ।
গ্রেপ্তারকৃত গরুচোররা হলো মোঃ নুরুল ইসলাম শাহিন (৩১), মোঃ জামাল হোসেন (৩৫),মোবারক হোসেন (৩৬), মোঃ বাদল মিয়া (৫৬), মোঃ ইয়াছিন (৪৪)। এসময় একটি পিকআপ নং (ঢাকা-মেট্রো-ন-১৯-৬২১৮) গাড়ি উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান -আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা উক্ত ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।