স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের চাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম সানা উল্লাহ সরকার (৩৫)। তিনি উপজেলার বাঙ্গুরী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে সানা উল্লাহর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক সানা উল্লাহকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইমাম হোসেন সরকার বলেন, ‘সানা উল্লাহ সকালে নাশতা খেয়ে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। বিকেলে তার অ্যাক্সিডেন্টের খবর শুনে হাসপাতালে এসে দেখি ভাই আমাদের ছেড়ে চলে গেছে।’
ট্রাকচাপায় অটোরিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পারভেজ আলী। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ দিকে ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
আরো দেখুন:You cannot copy content of this page