কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম জহির (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহির দেবীদ্বার উপজেলার চরবাকর গ্রামের মো. জামাল হোসেনের ছেলে। তিনি নিমসারে একটি সবজির আড়তে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ আলম জানান, বুধবার দুপুরে কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী জহিরের। দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আরো দেখুন:You cannot copy content of this page