বার্তমান সরকার কৃষি বান্ধব সরকার-মুজিবুল হক এমপি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকারের সময়ে দেশের কৃষি ও কৃষকের উন্নয়ন হয়েছে। করোনাকালিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্যান্তিক প্রচেষ্টায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার, বীজ ও কীটনাশক ও কৃষি সরঞ্জাম দেয়া হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবীদ সমির চন্দ্র।

প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা উম্মে কুলসুম স্মৃতি এমপি।

উপজেলা কৃষকলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি বাবু নির্মল পাল, সাধারণ সম্পাদক লুৎফুল বারী হিরু, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ, জেলা আ’লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এছাক খান, আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সদস্য গোলাম ফারুক হেলাল, এডভোকেট আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ খোকন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, কাজী জাফর, জয়নাল আবেদীন খোরশেদ, মাহফুজ আলম, জাফর ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সুবজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page