
মোঃ সাইফুল ইসলাম।।
কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া ২নং শিদলাই ইউনিয়ন আইন শৃঙ্খলা রক্ষায় মাদক ও বাল্যবিবাহ বিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল ৫টায় ৯নং ওয়ার্ড হাজী মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল। ২নং শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, ওয়ার্ড মেম্বার হাজী আলঙ্গীর হোসেন, মদিনাতুল ঈমান মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মুহাম্মদ সোহরাব হোসাইন সাইফী, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, নান্নু মিয়া, ৯নং ওয়ার্ডের নারী-পুরুষসহ সকলে উপস্থিত ছিলেন।