০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন বুড়িচংয়ে মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়েত ইসলামীর গণমিছিল দাউদকান্দিতে শহীদদের সমাধিতে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

রাজপথে পরীক্ষিত নেতা মাহবুব চৌধুরীতে আস্থা দক্ষিণ কুমিল্লাবাসীর

  • তারিখ : ০৫:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • 9

নিজস্ব প্রতিবেদক।।
মোঃ মাহবুব আলম চৌধুরী। ছাত্ররাজনীতি থেকে পরিচিত ও পরীক্ষিত নাম। নির্যাতন ও কারাবরণ করেছেন বহুবার। স্বৈরাচার সরকারের আমলে দু’ডজনের বেশী মামলা ও মাসের পর মাস কারাগারে ছিলেন। তার প্রতি আস্থা রাখেছে কুমিল্লা দক্ষিণ আঞ্চলের মানুষ।

দলীয় ভাবে জানা যায়, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের প্রতিটি কর্মসূচিতে রাজপথে ছিলেন মাহবুব আলম চৌধুরী। ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক ছাত্রসংসদ নির্বাচনে। ১৯৮৭ সালে ছাত্রদলের কুমিল্লা সদর উপজেলা আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন।

১৯৯২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা আদর্শ সদর উপজেলার সভাপতি ছিলেন। ১৯৯৮ সালে ছাত্রদলকুমিল্লা দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে শিবিরের নির্যাতন ভোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ২০০৮ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেরা বিএনপির সাধারণ সম্পাদক পদে সুনামের সাথে কাজ করেছেন।

কুমিল্লা দক্ষিণের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, মাহবুব চৌধুরীতে আমাদের আস্থা। তিনি সুখে দুঃখে পাশে ছিলেন। তার কোন বদনাম নাই। আমরা চাই তিনি দক্ষিণ জেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন। তিনি জাতীয় সংসদে এ আঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করবেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরী বলেন, দল যখন আমাকে যে দায়িত্ব দিবে, যথাযথ ভাবে দায়িত্ব পালন করবো। ছাত্রজীবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে মাঠে কাজ করছি। জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির রাজনীতি করবো।

রাজপথে পরীক্ষিত নেতা মাহবুব চৌধুরীতে আস্থা দক্ষিণ কুমিল্লাবাসীর

তারিখ : ০৫:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।
মোঃ মাহবুব আলম চৌধুরী। ছাত্ররাজনীতি থেকে পরিচিত ও পরীক্ষিত নাম। নির্যাতন ও কারাবরণ করেছেন বহুবার। স্বৈরাচার সরকারের আমলে দু’ডজনের বেশী মামলা ও মাসের পর মাস কারাগারে ছিলেন। তার প্রতি আস্থা রাখেছে কুমিল্লা দক্ষিণ আঞ্চলের মানুষ।

দলীয় ভাবে জানা যায়, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের প্রতিটি কর্মসূচিতে রাজপথে ছিলেন মাহবুব আলম চৌধুরী। ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক ছাত্রসংসদ নির্বাচনে। ১৯৮৭ সালে ছাত্রদলের কুমিল্লা সদর উপজেলা আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন।

১৯৯২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা আদর্শ সদর উপজেলার সভাপতি ছিলেন। ১৯৯৮ সালে ছাত্রদলকুমিল্লা দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে শিবিরের নির্যাতন ভোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ২০০৮ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেরা বিএনপির সাধারণ সম্পাদক পদে সুনামের সাথে কাজ করেছেন।

কুমিল্লা দক্ষিণের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, মাহবুব চৌধুরীতে আমাদের আস্থা। তিনি সুখে দুঃখে পাশে ছিলেন। তার কোন বদনাম নাই। আমরা চাই তিনি দক্ষিণ জেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন। তিনি জাতীয় সংসদে এ আঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করবেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরী বলেন, দল যখন আমাকে যে দায়িত্ব দিবে, যথাযথ ভাবে দায়িত্ব পালন করবো। ছাত্রজীবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে মাঠে কাজ করছি। জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির রাজনীতি করবো।