০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে মামলায় আটক বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন কুমিল্লার মুরাদনগরে অতিরিক্ত মদ পানে ২ জনের মৃত্যু কুমিল্লায় এনজিও’র ঋণের চাপ ও অভাবে মা-মেয়ের আত্মহত্যা চৌদ্দগ্রামে সাংবাদিক মামুনের রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান কুমিল্লায় টিফিনের টাকায় গাছের চারা উপহার: ৫০০ শিক্ষার্থীর সবুজ শপথ কুমিল্লায় ৮ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে বিএনপির সম্মেলন চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে ‘কলিজা খুলে নেওয়ার’ হুমকি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কুমিল্লার বুড়িচংয়ে ৭৫ বোতল স্কাফ ও ১ লাখ ১০ হাজার টাকাসহ মাদক কারবারি আটক

সৌদিতে ময়লার গাড়ির চাপায় কুমিল্লার এক যুবক নিহত

  • তারিখ : ১১:১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • 2

নিউজ ডেস্ক।।
সৌদি আরবের জেদ্দায় মো. রুহুল আমিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছে। গত বুধবার (২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় বড় বাড়ির মো. কুদ্দুস মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, রুহুল আমিন দুই বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান। সেখানে তিনি সড়ক পরিষ্কারের (বলদিয়া) কাজ করছিলেন। বুধবার রাতে পরিবার জানতে পারে, রুহুল আমিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সৌদি আরবে অবস্থানরত রুহুলের বড় ভাই আল আমিনের সঙ্গে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। আল আমিন তাঁদের জানান, ময়লা ফেলার সময় তাঁদের ময়লার গাড়ির চাপায় তিনি মারা গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ রুহুল আমিনের মরদেহ নিয়ে গেছে। এ ছাড়া ঘটনার সময় সঙ্গে থাকা তার এক সহকর্মী ও তাঁদের গাড়ির চালককে পুলিশ আটক করেছে।

পরিবার জানায়, দেশে রুহুল আমিনের মা, বাবা, স্ত্রী ও সাড়ে চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে মৃত্যু সংবাদ শুনে রুহুলের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রী ও মা বারবার মূর্ছা যাচ্ছেন।

রুহুলের চাচা কামরুল হাসান বলেন, ‘বিয়ের দুই বছর পর সৌদি আরবে যান রুহুল। তাঁর একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। জেদ্দায় ডিউটি অবস্থায় ময়লার গাড়ির চাপায় মারা গেছেন। লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।’

সৌদিতে ময়লার গাড়ির চাপায় কুমিল্লার এক যুবক নিহত

তারিখ : ১১:১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

নিউজ ডেস্ক।।
সৌদি আরবের জেদ্দায় মো. রুহুল আমিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছে। গত বুধবার (২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় বড় বাড়ির মো. কুদ্দুস মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, রুহুল আমিন দুই বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান। সেখানে তিনি সড়ক পরিষ্কারের (বলদিয়া) কাজ করছিলেন। বুধবার রাতে পরিবার জানতে পারে, রুহুল আমিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সৌদি আরবে অবস্থানরত রুহুলের বড় ভাই আল আমিনের সঙ্গে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। আল আমিন তাঁদের জানান, ময়লা ফেলার সময় তাঁদের ময়লার গাড়ির চাপায় তিনি মারা গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ রুহুল আমিনের মরদেহ নিয়ে গেছে। এ ছাড়া ঘটনার সময় সঙ্গে থাকা তার এক সহকর্মী ও তাঁদের গাড়ির চালককে পুলিশ আটক করেছে।

পরিবার জানায়, দেশে রুহুল আমিনের মা, বাবা, স্ত্রী ও সাড়ে চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে মৃত্যু সংবাদ শুনে রুহুলের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রী ও মা বারবার মূর্ছা যাচ্ছেন।

রুহুলের চাচা কামরুল হাসান বলেন, ‘বিয়ের দুই বছর পর সৌদি আরবে যান রুহুল। তাঁর একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। জেদ্দায় ডিউটি অবস্থায় ময়লার গাড়ির চাপায় মারা গেছেন। লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।’