৫২ কিঃ মিঃ সাইকেলে চড়ে কুমিল্লায় এসে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথকে স্মরণ

মাহফুজ নান্টু, কুমিল্লা।
ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে স্মরণ করলো কুমিল্লা সাইক্লিস্ট।

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় কুমিল্লা সাইক্লিস্টের ৩০ জন্য সদস্য জেলার ৫২ কিঃমিঃ ঘুরে নগরীর ধর্মসাগরপাড়স্থ ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে এসে হাজির হন। এ সময় সাইক্লিস্টদের স্বাগত জানান লেখক মনজুরুল আজিম পলাশ। সেখানে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।

কুমিল্লা সাইক্লিস্টের এমন আয়োজন নিয়ে মাহমুদুল হাসান ইফাজ বলেন, আমরা কুমিল্লা সাইক্লিস্ট জনসচেতনতামূলক অনেক কার্যক্রম করে থাকি। এবার ২১ ফেব্রুয়ারিতে আমরা চিন্তা করলাম পথিকৃত কুমিল্লার সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে স্মরণ করবো। তার ভিটায় যাবো। কারন বাংলা ভাষার সাথে যে মানুষটার ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত সেই মানুষটার প্রতি শ্রদ্ধা জানানোর মত সুন্দর আয়োজন আর কি হতে পারে। আমরা সেই কাজটাই করেছি।

মুক্তমনা লেখক মনজুরুল আজিম পলাশ বলেন, সকালে আমি সাইক্লিস্ট দলটাকে স্বাগত জানাই। ৩০ জন এরা সবাই কুমিল্লা সাইক্লিস্ট এর সক্রিয় সদস্য। সাইকেল চালিয়ে একুশের সমাজ নায়ক একাত্তরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে এসেছে শ্রদ্ধা জানাতে।

এই প্রজন্মকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি। এঁরা সক্রিয় তৃষিত এবং ভ্রমণ আগ্রহী। সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page