উত্তরায় বিমান বিধ্বস্ত‌ ‘নেগেটিভ’ রক্তের জন্য হাহাকার

নিউজ ডেস্ক।।
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের রক্ত দিতে হাসপাতালে ভিড় করছেন স্বেচ্ছাসেবকরা। তবে বিপুলসংখ্যক রক্তদাতার মাঝেও সংকট দেখা দিয়েছে নেগেটিভ গ্রুপের রক্তের—যার জন্য চলছে হাহাকার।

সোমবার (২১ জুলাই) সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ ও বার্ণ ইন্সটিটিউট ঘুরে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা মাইকে নেগেটিভ গ্রুপের ব্লাড খুঁজছেন। যাদের রক্ত নেগেটিভ গ্রুপের,তাদের এগিয়ে আসতে বলছেন। রক্তের গ্রুপ নিশ্চিত হওয়ার জন্য অস্থায়ী বুথে রক্তের গ্রুপ পরীক্ষাও চলছে।

স্বেচ্ছাসেবক নুরুননবী জানান, আমাদের হাতে পজিটিভ ব্লাড অনেক আছে। কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত খুবই কম। বেশিরভাগ আহতের রক্তের প্রয়োজন মেটাতে গেলে নেগেটিভ গ্রুপ দরকার হচ্ছে। এখন পর্যন্ত অল্প পরিমানে নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া গেছে, কিন্তু তা যথেষ্ট নয়। আমাদের আরো রক্তের প্রয়োজন।

একাধিক স্বেচ্ছাসেবক জানান, যাদের রক্ত নেগেটিভ গ্রুপের, তাদের বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে হাসপাতালে এসে রক্ত দিতে। সরাসরি সাড়া তুলনামূলক কম হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফোনে, পরিচিতদের মাধ্যমে রক্তদাতা সংগ্রহের চেষ্টা চলছে।

এর আগে বেলা দেড়টার দিকে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল বলে জানা গেছে।

এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে শতাধিক। বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page