০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

  • তারিখ : ০৫:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 3872

জহিরুল হক বাবু
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৫০) নামে এক ওয়ার্কশপ মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুল সংলগ্ন তার ওয়ার্কশপের পাশের বিশ্রাম কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ চালাতেন দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় থাকায় তিনি ওয়ার্কশপের পাশাপাশি একতলা ভবনটিরও দেখাশোনা করতেন।

শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে তিনি ভবনের এক ভাড়াটিয়ার কাছে ভাড়া তুলতে যান। এরপর থেকে আর বাড়ি ফেরেননি।

পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। আজ রবিবার সকালে স্বজনরা ওয়ার্কশপে গিয়ে পাশের বিশ্রাম কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।

error: Content is protected !!

কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

তারিখ : ০৫:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৫০) নামে এক ওয়ার্কশপ মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুল সংলগ্ন তার ওয়ার্কশপের পাশের বিশ্রাম কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ চালাতেন দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় থাকায় তিনি ওয়ার্কশপের পাশাপাশি একতলা ভবনটিরও দেখাশোনা করতেন।

শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে তিনি ভবনের এক ভাড়াটিয়ার কাছে ভাড়া তুলতে যান। এরপর থেকে আর বাড়ি ফেরেননি।

পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। আজ রবিবার সকালে স্বজনরা ওয়ার্কশপে গিয়ে পাশের বিশ্রাম কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।