০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

কুমিল্লায় বিদেশী নাগরিক ও জাল ডলার সরঞ্জাম সহ আটক-৬

  • তারিখ : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • 114

এ আর আহমেদ হোসাইন।।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম এলাকায় ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে র্যাব ১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে এক জন বিদেশী নাগরিক ও চার জন বাংলাদেশী প্রতারক চক্রের সক্রীয় সদস্য ও জাল ডলার তৈরীর সরঞ্জাম উদ্ধারসহ আটক করা হয়।

র্যাব সৃত্রে জানা যায় ওই গ্রেফতারকৃত বিদেশী নাগরিক হলেন গিনি দেশের Joseph Chukwu(41) যার passport No – AA0211B এবং বর্তমান ঠিকানা- জি/ব্লক, হাউস নং- ৩৬, বসুন্ধরা- ঢাকা।একই অপরাধে আটককৃত চার বাংলাদেশীরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রামের মৃত নুরুল ইসলাম’র ছেলে ওদুদ সরকার(৪০),আব্দুর রহিমের ছেলে মোঃ বেলায়েত হোসেন(২৮) আব্দুল লতিফ মিয়ার ছেলে বাউল আলামিন(২৮) ও মোঃ আলী আশরাফ মিয়া (৩৫)।

অপর দিকে পৃথক অভিযানে একই উপজেলার বীরচন্দ্রনগর গ্রামের মরন মিয়ার ছেলে মোঃ ওয়াসিম আকরাম(২৮) কে ২৭৮ বোতল ফেনসিডিল এবং তিন কেজী গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।

জেলার র‌্যাব ১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- আটককৃতরা প্রাথমিক জিগাসাবাদে স্বীকারোক্তি করেন যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল ডলার তৈরী করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জাল ডলার ক্রয় ও বিক্রয় করে আসছিল।

আটককৃত ওই আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক ও প্রতারনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে র্যাব জানান।

error: Content is protected !!

কুমিল্লায় বিদেশী নাগরিক ও জাল ডলার সরঞ্জাম সহ আটক-৬

তারিখ : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

এ আর আহমেদ হোসাইন।।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম এলাকায় ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে র্যাব ১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে এক জন বিদেশী নাগরিক ও চার জন বাংলাদেশী প্রতারক চক্রের সক্রীয় সদস্য ও জাল ডলার তৈরীর সরঞ্জাম উদ্ধারসহ আটক করা হয়।

র্যাব সৃত্রে জানা যায় ওই গ্রেফতারকৃত বিদেশী নাগরিক হলেন গিনি দেশের Joseph Chukwu(41) যার passport No – AA0211B এবং বর্তমান ঠিকানা- জি/ব্লক, হাউস নং- ৩৬, বসুন্ধরা- ঢাকা।একই অপরাধে আটককৃত চার বাংলাদেশীরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রামের মৃত নুরুল ইসলাম’র ছেলে ওদুদ সরকার(৪০),আব্দুর রহিমের ছেলে মোঃ বেলায়েত হোসেন(২৮) আব্দুল লতিফ মিয়ার ছেলে বাউল আলামিন(২৮) ও মোঃ আলী আশরাফ মিয়া (৩৫)।

অপর দিকে পৃথক অভিযানে একই উপজেলার বীরচন্দ্রনগর গ্রামের মরন মিয়ার ছেলে মোঃ ওয়াসিম আকরাম(২৮) কে ২৭৮ বোতল ফেনসিডিল এবং তিন কেজী গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।

জেলার র‌্যাব ১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- আটককৃতরা প্রাথমিক জিগাসাবাদে স্বীকারোক্তি করেন যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল ডলার তৈরী করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জাল ডলার ক্রয় ও বিক্রয় করে আসছিল।

আটককৃত ওই আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক ও প্রতারনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে র্যাব জানান।