০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ভোগান্তি কমিয়ে মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছি- বুড়িচংয়ের বিদায়ী ইউএনও

  • তারিখ : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • 63

বুড়িচং প্রতিনিধি।।
গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুমিল্লার বুড়িচং উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার বলেছেন, মফস্বলে সাংবাদিকতা চালিয়ে যাওয়া অনেক কষ্টের।শত প্রতিকূলতার মধ্যেও মফস্বল সাংবাদিকতায় সততা, আদর্শ ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে বুড়িচং উপজেলা সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা মাঠ পর্যায়ে প্রশাসনের কাজকে অনেক ত্বরান্বিত করেছে। এই উপজেলার দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। কর্মজীবনে যেখানেই থাকি, বুড়িচং প্রেসক্লাবের সকল সদস্যদের সহযোগিতা ও আন্তরিকতার কথা সব সময় মনে থাকবে।

শনিবার (৩ মে) দুপুরে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিদায়ী ইউএনওর কর্মকালের প্রশংসা করে বলেন, তিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। তাঁর সততা, নিষ্ঠা ও জনসেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্ব, বুদ্ধিমত্তা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি এখানকার সংবাদ কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

বিদায়ী ইউএনও সাহিদা আক্তার তাঁর বক্তব্যে আরও বলেন, মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছি। ভূমি সেবায় মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা করেছি। কার্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রেখেছি। এখানকার মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে। তাদের এই ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব না। এই উপজেলা সকল দিক থেকে উন্নত উপজেলায় পরিণত হোক এই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ, কিবরিয়াসহ আরো অনেকে।

পরে বুড়িচং প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাহিদা আক্তারকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

ভোগান্তি কমিয়ে মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছি- বুড়িচংয়ের বিদায়ী ইউএনও

তারিখ : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুমিল্লার বুড়িচং উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার বলেছেন, মফস্বলে সাংবাদিকতা চালিয়ে যাওয়া অনেক কষ্টের।শত প্রতিকূলতার মধ্যেও মফস্বল সাংবাদিকতায় সততা, আদর্শ ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে বুড়িচং উপজেলা সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা মাঠ পর্যায়ে প্রশাসনের কাজকে অনেক ত্বরান্বিত করেছে। এই উপজেলার দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। কর্মজীবনে যেখানেই থাকি, বুড়িচং প্রেসক্লাবের সকল সদস্যদের সহযোগিতা ও আন্তরিকতার কথা সব সময় মনে থাকবে।

শনিবার (৩ মে) দুপুরে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিদায়ী ইউএনওর কর্মকালের প্রশংসা করে বলেন, তিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। তাঁর সততা, নিষ্ঠা ও জনসেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্ব, বুদ্ধিমত্তা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি এখানকার সংবাদ কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

বিদায়ী ইউএনও সাহিদা আক্তার তাঁর বক্তব্যে আরও বলেন, মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছি। ভূমি সেবায় মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা করেছি। কার্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রেখেছি। এখানকার মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে। তাদের এই ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব না। এই উপজেলা সকল দিক থেকে উন্নত উপজেলায় পরিণত হোক এই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ, কিবরিয়াসহ আরো অনেকে।

পরে বুড়িচং প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাহিদা আক্তারকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।