জহিরুল হক বাবু।।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতির অনুপ্রবেশ বন্ধ না হলে দেশের ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লার ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য এ সংবর্ধনা প্রদান করা হয় তাকে।
ড. ইমরান আনসারী বলেন, “গত ১৭ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির অনুপ্রবেশ শিক্ষার মান ধ্বংস করেছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ এবং মাদকাসক্তির মতো সমস্যা বেড়েছে। এসব কিছুর মূল কারণ রাজনীতির অপসংস্কৃতি।”
তিনি আরও বলেন, “যদি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করা না যায়, তাহলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। গত জুলাইয়ে আবু সাঈদ ও মুগ্ধরা জীবনের বিনিময়ে আমাদের যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সে বাংলাদেশে আমরা আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির ছায়া দেখতে চাই না।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
সভাপতিত্ব করেন ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. পিজিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, কুমিল্লা জজকোর্টের সাবেক পিপি ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আ হ ম তাইফুর রহমান, ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁধন সংগঠনের প্রতিষ্ঠাতা কায়েদ আহমেদ চৌধুরী ও সদস্য বিল্লাল হোসেন এবং আব্দুর ওহাব। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বাঁধন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page