কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ছাত্র ও ছাত্রীদের আলাদা দুটি ভাগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
এছাড়া ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এখন আউটডোরে ব্যাডমিন্টন খেলতে হচ্ছে। তবে আমরা অধিকতর উন্নয়নের অধীনে সুবিশাল ক্যাম্পাস পেতে যাচ্ছি। তিন বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কাঙ্খিত অবকাঠামোগত উন্নয়ন হলে সেখানে ইনডোর স্টেডিয়াম, আউটডোর স্টেডিয়াম সব তৈরি করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, খেলাধুলা এমন এক পন্থা যা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা দান করে। এটাই একমাত্র ইভেন্ট যেখানে মন:সংযোগ ঘটায়। আর মন:সংযোগ ঘটলে সব কাজেই সফল হওয়া যায়।
আরো দেখুন:You cannot copy content of this page