মনির হোসাইন।।
“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানিয় সরকার বিভাগ এবং বাস্তবায়ন করেন মুরাদনগর উপজেলা প্রশাষন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমাসে সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু, মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সার বারি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনসুর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোশাররফ হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ, এখলাছুর রহমান, সাইদুর রহমান, আতিকুর রহমান প্রমূখ।
আরো দেখুন:You cannot copy content of this page