চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামের ১নং কাশিনগর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের কাশিনগর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো: এনায়েত উল্লাহ খোকন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: হারুন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হোসেন মো: ফারুক, যুগ্ম আহবায়ক আবুল বশার খাঁন, মো: হানিফ মিয়া, দপ্তর সম্পাদক মো: শহিদুল হক লিটন, সদস্য মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষকদলের সভাপতি মো: শাহ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া জসিম।

কাশিনগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোঃ দলিলুর রহমান, সদস্য সচিব সোলাইমান কবির, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: আবুল হাশেম, মোস্তাফিজুর রহমান রিপন। প্রান্তিক কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মো: জয়নাল আবেদীন, আবু ইউসুফ, আব্দুর রব মজুমদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রব মজুমদার, ফরিদ উদ্দিন সর্দার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন, ওমর ফারুক মামুন মজুমদার, নূর হোসেন, দেলোয়ার হোসেন, জাফর আহম্মদ, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সদস্য সচিব মাসুদ আলম, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, মনির হোসেন, কাজী আলমগীর, মোতাহার হোসেন জাসিম, কাশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইব্রাহিম খলিল, কাশিনগর ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি নাছির হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্লাহ, প্রচার সম্পাদক হানিফ মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, কাশিনগর ইউনিয়ন কৃষকদলের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page