মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ৪শত কেজি ভারতীয় চিনি ও অটোরিক্সাসহ তিনজন চিনি পাচারকারীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্স রবিবার গভীর রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল আশাবাড়ি-শশীদল পাকা রাস্তার উপর থেকে চেকপোষ্ট চলাকালে দুইটি ব্যাটারি চালিত অটোরিক্সা দিয়ে তিন জন ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয়।
এসময় তাদের ব্যবহৃত অটোরিক্সা তল্লাশি করে অবৈধভাবে ভারতীয় চিনি পাচারকালে ১০ টি বস্তায় ৪০ কেজি করে মোট ৪শত কেজি চিনিসহ ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- শশীদল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আওলাদ হোসেন (৪০) মৃত আলী আশরাফের ছেলে মোঃ সজিব (২৮) ও মৃত আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দিন (৩৮)।
একইদিন সকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।
আরো দেখুন:You cannot copy content of this page